Khoborerchokh logo

টাঙ্গাইলে এডাবের উদ্যেগে সম-নাগরিকত্ব বিষয়ক শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে । 191 0

Khoborerchokh logo

টাঙ্গাইলে এডাবের উদ্যেগে সম-নাগরিকত্ব বিষয়ক শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে ।


মো:শামীম আল মামুন থেকে
টাঙ্গাইল  টাঙ্গাইলে এডাবের উদ্যেগে সম-নাগরিকত্ব বিষয়ক  শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে । গত শনিবার
(১২অক্টোবর) সকাল ১১.০০ঘটিকায় আদি টাঙ্গাইল উচ্চ বিদ্যালয়ে এ সেমিনারের আয়োজন করা  হয়েছে । 
সোনালী ভবিষ্যৎ এর নিবার্হী পরিচালক মো:শওকত হোসেনের সঞ্চালনায় সভাপতির আসন গ্রহন করেন  এডাব  এর সভাপতি টাঙ্গাইল জেলা শাখার মো:সিরাজুল ইসলাম ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  টাঙ্গাইল পৌরসভার মেয়র মো:জামিলুর রহমান মিরন,বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন  টাঙ্গাইল পৌরসভার ১২ নং ওয়ার্ডের কাউন্সিলর আমিনুর রহমান আমিন,  প্রধান শিক্ষক আদি টাঙ্গাইল উ”চ বিদ্যালয়ের মো:হাবিবুর রহমান , সোনালী বাংলাদেশ নিউজ অনলাইন পোটার্লের সম্পাদক ও জাতীয় দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার  জেলা প্রতিনিধি সাংবাদিক মো:শামীম আল মামুন । 
আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয়  এডাবের ঢাকা ও ময়মনসিংহ বিভাগের সমন্বকারী মো: নুরুল ইসলাম । নুরুল ইসলাম সম- নাগরিকত্বতের উদ্দেশ্য , সম-নাগরিকত্ব কী ও বাংলাদেশ সম-নাগরিকত্বের বর্তমান অবস্থা নিয়ে আলোচনা করেন । 
এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা শাখা এডাবের বিভিন্ন উপজেলা থেকে আগত প্রতিষ্ঠান সমূহ ।  আরও উপস্থিত ছিলেন অবহেলিত নারী  , প্রতিবন্ধী ,হতদরিদ্র , ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্টি ,জাতিগত সংখ্যালঘু জনগোষ্টি এবং ৩য় লিঙ্গ (হিজরা) প্রমূখ ।
সার্বিক সহযোগিতায় ছিলেন সোনলী ভবিষ্যৎ । 


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com